বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খোঁড়াখুঁড়িতেই শেষ রাস্তার কাজ

ভোগান্তিতে এলাকাবাসী ॥ দ্রুত সংস্কার দাবি

লালমনিরহাট প্রতিনিধি

খোঁড়াখুঁড়িতেই শেষ রাস্তার কাজ

লালমনিরহাটে জনবহুল একটি রাস্তা সংস্কার কাজ তিন মাস ধরে বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না। শিক্ষার্থীরা চরম ভোগান্তি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছেন। দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফক্কোরেরহাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। উদ্বোধনের পর শুরু হয় খোঁড়াখুঁড়ি ও বালু ফেলা। এরপর হঠাৎ রাস্তার কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, কাজ তিন মাস বন্ধ রয়েছে। কেউ জনদুর্ভোগের কথা ভাবছে না। রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখায় ভোগান্তি আরও বেড়েছে। রাস্তাটি আদৌ পাকা হবে কি না এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। সূত্র জানায়, রাস্তাটি উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত হওয়ায় এলাকার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এটি। দীর্ঘদিন হলো রাস্তাটি খুঁড়ে রাখায় পণ্য পরিবহন তো দূরের, হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ করা দরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএলটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এলাহী বকস বলেন, রাস্তার কাজ কেন হচ্ছে না সে বিষয় উপজেলা ইঞ্জিনিয়ার ভাল জানেন। আমি এর চেয়ে বেশি বলতে পারব না। ইঞ্জিনিয়ার অফিসে যোগাযোগ করেন। উপজেলা প্রকৌশলী সানজিত রানা বলেন, খুঁড়ে রাখা সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর