বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অনুমোদনহীন বীজ বিক্রি

তিন ব্যবসায়ীকে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

তিন ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে লাইসেন্স না থাকা ও অনুমোদনহীন বীজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিভিন্ন হোটেল ও চাল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। হিলি বাজারে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। মমতাজ বেগম বলেন, হিলি বাজারের বিভিন্ন বীজের দোকানে অনুমোদনহীন বীজ বিক্রি হচ্ছে। কৃষকরা সেই বীজ কিনে প্রতারিত হচ্ছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় একটি দোকানের বীজের লাইসেন্স নেই আর দুটি দোকানে অনুমোদনহীন বীজ বিক্রি হচ্ছে। এ অপরাধে তিন দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করা হয়েছে অনুমোদনহীন ও লাইসেন্স ছাড়া বীজ বিক্রি না করার জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর