বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ ডিবি পুলিশ অবরুদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় স্থানীয় লোকজন ডিবি পুলিশকে অবরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। এরপর লাঠিচার্জে আহত ব্যবসায়ীকে তারা হাসপাতালে নিয়ে যান। ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ লোকজনদের বুঝিয়ে ডিবি পুলিশের এসআই হাসান জামিলকে তার সঙ্গীয় ফোর্সসহ উদ্ধার করেন। আহত মহিউদ্দিন মুসলিমনগর এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করেন। মহিউদ্দিন জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে আমাকে বেধড়ক পিটাতে থাকে। কারণ জানতে চাইলে কানে চড় দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে মারধর করা ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। তারা মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেনি। তখন লোকজন ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিসহ সাতজনকে অবরুদ্ধ করে রাখেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, একজন লোককে কী কারণে ডিবির এসআই হাসান জামিল লাঠিচার্জ করেছেন বিষয়টি জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এসআই হাসান জামিলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর