বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বস্তি ফিরেছে লক্ষ্মীপুরের সবজি বাজারে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সবজির বাজারে স্বস্তি ফিরেছে। সুলভ মূল্যের তাজা সবজি এখন জেলাবাসীর চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শীতকালীন নানা সবজির সমারোহ আর ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে জেলার সবচাইতে বড় সবজির বাজার পিয়ারাপুর। এ বাজারে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার সবজি বিক্রি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। জানা যায়, জেলার সবচাইতে বড় সবজির বাজার হচ্ছে পিয়ারাপুর বাজার। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতারা জড়ো হন এ হাটে। স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য এখানেই বিক্রি করা হয় বেশি। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে সবজি আনা নেওয়া হয় এখানে। বর্তমানে শীতের মৌসুমে শীতকালীন সবজিতে ভরে গেছে পুরো বাজার। দামও হাতের নাগালের মধ্যে রয়েছে। এতে স্বস্তিতে আছেন বলে জানান ক্রেতারা। তবে কৃষকদের কেউ কেউ বলছেন উৎপাদিত পণ্যের কম দামে টিমেতালে চলছে সংসার। কেউ বলছেন নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বিক্রি করে বাড়তি টাকায় সংসার চলছে তাদের।

 

সর্বশেষ খবর