বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হিলিতে পিঁয়াজের কেজি ১৮ টাকা খুশি নিম্ন আয়ের মানুষ

হিলি প্রতিনিধি

চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পিঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা করে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পিঁয়াজ ২৭-২৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭-১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমায় খুশি বন্দরে পিঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ। হিলি স্থলবন্দরে পিঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে পিঁয়াজের চাহিদা মেটাতে আড়তদারদের চাহিদামতো পিঁয়াজ বন্দর থেকে ক্রয় করে পাঠানো হয়। দেশীয় পিঁয়াজের সরবরাহ কমায় মোকামগুলোতে কিছুটা পিঁয়াজের চাহিদা বাড়তি হয়েছিল। গত সপ্তাহের প্রথম থেকেই বন্দরে বাড়তি পরিমাণে পিঁয়াজ ক্রয় করে পাঠানো হতো। চাহিদা বাড়ার কারণে বন্দরে ভারতীয় পিঁয়াজের দাম বাড়তি হয়ে গিয়েছিল। এতে পিঁয়াজ কিনতে আমাদের পুঁজি যেমন বেশি লেগেছে তেমনি মোকামে চাহিদা কমে গিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পিঁয়াজের দাম ১০ টাকা কমে ১৭-১৮ টাকায় নেমেছে। এতে খুশি ব্যবসায়ী ও ক্রেতারা।

সর্বশেষ খবর