বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নাটোরে গ্রামীণ সরকারি সড়কের মাটি কেটে ইটভাটায় বিক্রি

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা চরাঞ্চলের গ্রামীণ সরকারি কাঁচা সড়কে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া পানিশূন্য পদ্মা নদীর তলদেশ থেকে সরকারি অনুমোদনহীন বালু উত্তোলন করে ইটভাটাসহ বিভিন্ন স্থাপনায় বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রশাসনসহ প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে রাতের অন্ধকারে এ বালু ভরাট উত্তোলন করা হয় বলে গুঞ্জন উঠেছে। সরেজমিনে দেখা যায়, পদ্মা চরের কয়েকটি গ্রামে যাওয়ার একটি মাত্র প্রবেশ পথ ওই সড়কটি। সড়কের এবং পানিশূন্য পদ্মা নদীর তলদেশ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছেন স্থানীয় অবৈধ দখলদার। এদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন চরাঞ্চলের মানুষ। সড়কটিতে মাটি খনন করার কারণে পুকুরে পরিণত হয়েছে। এতে চরাঞ্চলের স্কুল শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলের বাধার সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে কৃষকদের পণ্যবাহী যানবাহন চলাচলের ব্যঘাত ঘটছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পদ্মা চরের মানুষেরা।

সর্বশেষ খবর