বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে আদিবাসী মেলা

দিনাজপুর প্রতিনিধি

দেশের উত্তরের সমতলের ক্ষুদ্র জাতিসত্তার জীবন জীবিকা নিরাপত্তা এবং তাদের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেলা পরিণত হয় আদিবাসীদের মিলন মেলায়। মেলায় ৮টি স্টলে আদিবাসী ছেলেমেয়েদের সংস্কৃতি, জীবনযাত্রা, এমনকি তাদের খাবারের ঐতিহ্য তুলে ধরা হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা।  গতকাল  বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী ‘আদিবাসী মেলা’র উদ্বোধন করেন স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর