নাটোরের গুরুদাসপুরে একটি কয়েল কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় প্রকৌশলী আবদুল হামিদের ড্যানিয়েল অ্যাগ্রো কয়েল কারখানায় আকস্মিকভাবে আগুন জ্বলতে দেখে কারখানা শ্রমিকরা ফায়ার সার্ভিস খবর দেন।