বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘুষ না পেয়ে হামলা, আহত ২

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দাবিকৃত ১ লাখ টাকা ঘুষ না পেয়ে গ্রাহকের ওপর হামলার অভিযোগ উঠেছে ডেসকো পূর্ব জোনের রাজস্ব সহকারী রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে রোমান শেখ ও মনির নামে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আহত রোমান জানান, সোমবার ডেসকো পূর্ব জোনের রাজস্ব সহকারী রফিকুল ইসলাম ৪-৫ জন লোক নিয়ে তার গোপালপুরের বাসায় যান। রোমানের তিনটি বাড়িতে স্থাপিত ৪৯টি বিদ্যুতের মিটার কেটে নিয়ে ল্যাব টেস্ট করতে হবে বলে জানান রফিক। মিটার কাটার ব্যাপারে ডেসকো অফিসের লিখিত নোটিস আছে কিনা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন। ১ লাখ টাকা না দিলে মিটারগুলো খুলে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

এ বিষয়ে জানতে ডেসকো টঙ্গী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী ও ডেসকো টঙ্গী পূর্ব জোনের নির্বাহী প্রকৌশলী নেয়াজ আহমেদের কার্যালয়ে যান রোমান। সেখান থেকে বের হওয়ার সময় রফিক ও তার সহযোগীরা রোমান ও মনিরকে মারধর করেন। অভিযুক্ত রফিকুল ইসলাম ঘুষের বিষয়টি অস্বীকার করে বলেন, ভুল বুঝাবুঝি থেকে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। ডেসকো টঙ্গী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর