শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বসতঘরের টিন-বেড়া খুলে উচ্ছেদের চেষ্টা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরের টিন ও বেড়া খুলে এক পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আবদুল মান্নানের পুত্রবধূ বাদী হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, আবদুল মান্নানের ছেলে জহির আব্বাস গংদের সঙ্গে একই বাড়ির গোলাম রসুলের ছেলে ইমরুল কায়েস সানি গংদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। বর্তমানে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ পল্লী আদালতে মামলা চলমান। মান্নানের ছেলে মোসাদ্দেক আব্বাসের স্ত্রী শরিফা বেগম অভিযোগে উল্লেখ করেন, বুধবার সকাল ৯টার দিকে গোলাম রসুলের স্ত্রী ফেরদৌস আরা ও ছেলে ইমরুল কায়েস সানির নেতৃত্বে ৩৫-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ঘরের টিন ও বেড়া খুলতে থাকেন। আমি ও আমার মেয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। বাধা দিলে সন্ত্রাসীরা আমাকে মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। সোনাগাজী মডেল থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর