শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বুধবার রাতে  ইউএনও তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন। আখাউড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে ফোন করে একটি প্রকল্প রবাদ্দ দেওয়ার নামে আমার কাছে টাকা দাবি করে। কণ্ঠস্বর শুনে আমার সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানাই।

সর্বশেষ খবর