শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণা, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- রহনপুর পৌর এলাকার সোবাহান নগরের জোহাক আলীর ছেলে রবিউল ইসলাম, সাহেব গ্রামের সাজ্জাদ আলীর ছেলে এরফান আলী, ডাকবাংলা পাড়ার জোবদুল হকের ছেলে ওবায়দুল ইসলাম ও নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আশরাফুল ইসলাম। বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নকল কয়েন, কাটার ও কাঁচের গ্লাস। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, তাদের কাছে থাকা মুদ্রাগুলো অনেক মূল্যবান, উচ্চবিকিরণ জাতীয় পদার্থ এবং বিশ্ব বাজারে এর দাম অনেক। সাধারণ মানুষকে এমন প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছিল চক্রটি। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে তারা সহজ-সরল কোনো ব্যক্তিকে টার্গেট করে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি ও বিশ্বাস অর্জন করত। একপর্যায়ে সাধারণ লোকজন তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন। এক সময় প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে ওই এলাকা থেকে উধাও হয়ে যেত। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে।

সর্বশেষ খবর