২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও সেতুটি কোনো কাজেই আসছে না। সেতুটির সঙ্গে করা হয়নি সংযোগ সড়কও। যে কারণে সাধারণ গ্রামবাসীর দুর্ভোগ কমার জন্য সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই সেতুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে সেতুর একাংশ। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীসহ সর্বসাধারণকে। গ্রামবাসীর দাবি, অচিরেই যেন বিষয়টির দিকে নজর দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতু সংস্কারের পাশাপাশি করে দেওয়া হয় সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলখ্যাত একটি উপজেলা আজমিরীগঞ্জ। উপজেলার বদলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামবাসীর চলাচলের জন্য ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। যাতে ব্যয় হয় ২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। সেতু নির্মাণের পর থেকেই সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। দুর্ভোগ কমার জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবে গেছে সেতুর একাংশ, দেখা দিয়েছে ফাটল। যদিও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতি বছরই সংযোগ সড়কে মাটি ভরাট করা হলেও বর্ষার মৌসুমে সেই মাটি আটকে রাখা সম্ভব হচ্ছে না। আলাপকালে সাধারণ গ্রামবাসী জানান, আমাদের কষ্ট লাগবে লাখ লাখ টাকা খরচ করে যে সেতু নির্মাণ করা হয়েছে আমরা তার সুফল পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা সেতুর ওপর দিয়ে স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে না। সেতুর পাশে মাটি না থাকায় সেতুতে ওঠা কষ্টসাধ্য। এ ছাড়া হাওরের ফসল আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। সেতু ব্যবহার করতে না পারায় আমাদের বিকল্প ব্যবস্থায় ফসল আনা-নেওয়া করতে হয়। আমরা চাই, অচিরেই যেন সেতুটি সংস্কারের পাশাপাশি সেতুর দুই পাশে মাটি ভরাট করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, সাতগাঁও গ্রামে অবস্থিত সেতুটির দুই পাশে প্রতি বছরই মাটি ফেলা হয়। কিন্তু ভাটি এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে তা ভেসে যায়। তিনি দাবি করেন সম্প্রতি মাটি ফেলা হয়েছে। সাধারণ মানুষজন এখন চলাচল করতে পারছে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
কাজে আসছে না সেতু নেই সংযোগ সড়কও
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর