২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও সেতুটি কোনো কাজেই আসছে না। সেতুটির সঙ্গে করা হয়নি সংযোগ সড়কও। যে কারণে সাধারণ গ্রামবাসীর দুর্ভোগ কমার জন্য সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই সেতুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে সেতুর একাংশ। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীসহ সর্বসাধারণকে। গ্রামবাসীর দাবি, অচিরেই যেন বিষয়টির দিকে নজর দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতু সংস্কারের পাশাপাশি করে দেওয়া হয় সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলখ্যাত একটি উপজেলা আজমিরীগঞ্জ। উপজেলার বদলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামবাসীর চলাচলের জন্য ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। যাতে ব্যয় হয় ২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। সেতু নির্মাণের পর থেকেই সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। দুর্ভোগ কমার জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবে গেছে সেতুর একাংশ, দেখা দিয়েছে ফাটল। যদিও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতি বছরই সংযোগ সড়কে মাটি ভরাট করা হলেও বর্ষার মৌসুমে সেই মাটি আটকে রাখা সম্ভব হচ্ছে না। আলাপকালে সাধারণ গ্রামবাসী জানান, আমাদের কষ্ট লাগবে লাখ লাখ টাকা খরচ করে যে সেতু নির্মাণ করা হয়েছে আমরা তার সুফল পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা সেতুর ওপর দিয়ে স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে না। সেতুর পাশে মাটি না থাকায় সেতুতে ওঠা কষ্টসাধ্য। এ ছাড়া হাওরের ফসল আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। সেতু ব্যবহার করতে না পারায় আমাদের বিকল্প ব্যবস্থায় ফসল আনা-নেওয়া করতে হয়। আমরা চাই, অচিরেই যেন সেতুটি সংস্কারের পাশাপাশি সেতুর দুই পাশে মাটি ভরাট করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, সাতগাঁও গ্রামে অবস্থিত সেতুটির দুই পাশে প্রতি বছরই মাটি ফেলা হয়। কিন্তু ভাটি এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে তা ভেসে যায়। তিনি দাবি করেন সম্প্রতি মাটি ফেলা হয়েছে। সাধারণ মানুষজন এখন চলাচল করতে পারছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ