২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও সেতুটি কোনো কাজেই আসছে না। সেতুটির সঙ্গে করা হয়নি সংযোগ সড়কও। যে কারণে সাধারণ গ্রামবাসীর দুর্ভোগ কমার জন্য সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই সেতুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে সেতুর একাংশ। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীসহ সর্বসাধারণকে। গ্রামবাসীর দাবি, অচিরেই যেন বিষয়টির দিকে নজর দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতু সংস্কারের পাশাপাশি করে দেওয়া হয় সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলখ্যাত একটি উপজেলা আজমিরীগঞ্জ। উপজেলার বদলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামবাসীর চলাচলের জন্য ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। যাতে ব্যয় হয় ২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। সেতু নির্মাণের পর থেকেই সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। দুর্ভোগ কমার জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবে গেছে সেতুর একাংশ, দেখা দিয়েছে ফাটল। যদিও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতি বছরই সংযোগ সড়কে মাটি ভরাট করা হলেও বর্ষার মৌসুমে সেই মাটি আটকে রাখা সম্ভব হচ্ছে না। আলাপকালে সাধারণ গ্রামবাসী জানান, আমাদের কষ্ট লাগবে লাখ লাখ টাকা খরচ করে যে সেতু নির্মাণ করা হয়েছে আমরা তার সুফল পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা সেতুর ওপর দিয়ে স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে না। সেতুর পাশে মাটি না থাকায় সেতুতে ওঠা কষ্টসাধ্য। এ ছাড়া হাওরের ফসল আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। সেতু ব্যবহার করতে না পারায় আমাদের বিকল্প ব্যবস্থায় ফসল আনা-নেওয়া করতে হয়। আমরা চাই, অচিরেই যেন সেতুটি সংস্কারের পাশাপাশি সেতুর দুই পাশে মাটি ভরাট করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, সাতগাঁও গ্রামে অবস্থিত সেতুটির দুই পাশে প্রতি বছরই মাটি ফেলা হয়। কিন্তু ভাটি এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে তা ভেসে যায়। তিনি দাবি করেন সম্প্রতি মাটি ফেলা হয়েছে। সাধারণ মানুষজন এখন চলাচল করতে পারছে।
শিরোনাম
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
কাজে আসছে না সেতু নেই সংযোগ সড়কও
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম