২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও সেতুটি কোনো কাজেই আসছে না। সেতুটির সঙ্গে করা হয়নি সংযোগ সড়কও। যে কারণে সাধারণ গ্রামবাসীর দুর্ভোগ কমার জন্য সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই সেতুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। দেবে গেছে সেতুর একাংশ। জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীসহ সর্বসাধারণকে। গ্রামবাসীর দাবি, অচিরেই যেন বিষয়টির দিকে নজর দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতু সংস্কারের পাশাপাশি করে দেওয়া হয় সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলখ্যাত একটি উপজেলা আজমিরীগঞ্জ। উপজেলার বদলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামবাসীর চলাচলের জন্য ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। যাতে ব্যয় হয় ২৮ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। সেতু নির্মাণের পর থেকেই সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। দুর্ভোগ কমার জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল সেই সেতু এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবে গেছে সেতুর একাংশ, দেখা দিয়েছে ফাটল। যদিও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতি বছরই সংযোগ সড়কে মাটি ভরাট করা হলেও বর্ষার মৌসুমে সেই মাটি আটকে রাখা সম্ভব হচ্ছে না। আলাপকালে সাধারণ গ্রামবাসী জানান, আমাদের কষ্ট লাগবে লাখ লাখ টাকা খরচ করে যে সেতু নির্মাণ করা হয়েছে আমরা তার সুফল পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা সেতুর ওপর দিয়ে স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারছে না। সেতুর পাশে মাটি না থাকায় সেতুতে ওঠা কষ্টসাধ্য। এ ছাড়া হাওরের ফসল আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। সেতু ব্যবহার করতে না পারায় আমাদের বিকল্প ব্যবস্থায় ফসল আনা-নেওয়া করতে হয়। আমরা চাই, অচিরেই যেন সেতুটি সংস্কারের পাশাপাশি সেতুর দুই পাশে মাটি ভরাট করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী বলেন, সাতগাঁও গ্রামে অবস্থিত সেতুটির দুই পাশে প্রতি বছরই মাটি ফেলা হয়। কিন্তু ভাটি এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে তা ভেসে যায়। তিনি দাবি করেন সম্প্রতি মাটি ফেলা হয়েছে। সাধারণ মানুষজন এখন চলাচল করতে পারছে।
শিরোনাম
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
কাজে আসছে না সেতু নেই সংযোগ সড়কও
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর