সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভোগান্তির পর ব্রাহ্মণবাড়িয়ায় আদালত বর্জন প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনজীবীদের টানা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করায় প্রাণচাঞ্চল্যতা ফিরেছে ব্রাহ্মণবাড়িয়া আদালতের প্রতিটি এজলাসে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। গতকাল সকাল থেকে জেলা জজের আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত ব্যতীত সব আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। এতে বিচারপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া জানান, আইনজীবীদের তিনটি দাবি মেনে নেওয়ায় গতকাল থেকে আইনজীবীরা আদালতের বিচারিক কাজে অংশ নিচ্ছেন। তবে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের বদলির আগ পর্যন্ত তাদের আদালত বর্জন অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিচারকের আপত্তিকর মন্তব্যের জেরে ১ জানুয়ারি থেকে আদালত বর্জন কর্মসূচী শুরু করেন জেলার আইনজীবীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর