বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মধুমতী নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

বোয়ালমারী প্রতিনিধি

মধুমতী নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের চায়না মিল-সংলগ্ন এলাকায় মধুমতী নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। আইন অমান্য করে মধুমতী নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের চলাচলের স্বাভাবিকতা ও নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কাও রয়েছে। কয়েক মাস ধরে এভাবে মাছ শিকার করা হলেও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রবাহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচলে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। সরেজমিন দেখা যায়, মধুমতী নদীতে এখন পানি তুলনামূলকভাবে অনেক কম। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের চায়না মিল-সংলগ্ন এলাকায় মধুমতী নদীতে বাঁশ ও জাল দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধটির দৈর্ঘ্য প্রায় ১৫০০ মিটার থেকে ২০০০ মিটার। নদীর এ পাশ থেকে ওপাশ পর্যন্ত বাঁশের বাঁধের মাঝ দিয়ে কারেন্ট জাল পাতা। আর একটি নির্দিষ্ট দূরত্বে জাল দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়। এসব ফাঁদে মাছ এসে আটকে যায়। প্রতিদিন তিন থেকে চারবার মাছ আহরণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার বাসিন্দা মিটুল মোল্ল্যার নেতৃত্বে ১০ থেকে ১২ জন মিলে এ বাঁধটি দিয়েছেন। বাঁধটি দিতে প্রায় আট থেকে ১০ লাখ টাকা খরচ হয়েছে। প্রধানত ইলিশ মাছ শিকার করার জন্য এ ধরনের বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার পরে আর খুব একটা খরচ ও কষ্ট করতে হয় না। নৌকা নিয়ে বসে থেকেই মাছ পাওয়া যায়। পাঙ্গাস থেকে শুরু করে বেলে মাছ, খসল্লা মাছ, পাবদা মাছ, আইড় মাছ, রিঠা মাছও পাওয়া যায়। মূল ফাঁদে একবার আটকে গেলে মাছ আর বের হতে পারে না। এ কারণে প্রশাসনের ঝুঁকি থাকলেও বাঁধ দিয়ে মাছ শিকার করা হয়। এভাবে আড়াআড়িভাবে বাঁধ দেওয়ার কারণে অন্যান্য জেলেরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারেন না। এতে অবৈধভাবে বাঁধ দেওয়া ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হলেও গরিব জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাঁধটির মালিক মিটুল মোল্ল্যা বলেন, বেশ কয়েক মাস আগে বাঁধটি দেওয়া হয়েছে। এখন নদী ও বালুর চাপে বাঁধটি ক্ষতিগ্রস্থ হয়েছে। মহম্মদপুর এলাকার প্রায় ১২ জন মিলে বাঁধটি দিতে খরচ হয়েছে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। এভাবে বাঁধ দেওয়া আসলে ঠিক নয় বলে স্বীকার করেন। প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন, নদীতে এখন তেমন মাছ নেই। তবে বেলে মাছ বেশি ধরা পড়ছে। এ ব্যাপারে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের বক্তব্য জানতে তার মোবাইলে বারবার কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল রিসিভ করেননি। এ ব্যপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. জসিম উদ্দিন বলেন, আলফাডাঙ্গা উপজেলায় আমি অতিরিক্ত দায়িত্বে রয়েছি। মধুমতী নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আগামীকালের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করা অপরাধ। ইতোমধ্যে বাঁধটি আমাদের নজরে এসেছে। গত দুই দিন আগে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের বাঁধটি তুলে নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বাঁধটি বেশ বড়। এটি অপসারণ করতেও একটু সময় লাগবে। তার পরও লোকবল বেশি নিয়ে দ্রুত সময়ের মধ্যে বাঁধটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর