বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নার্স-আয়া দিয়ে সিজার ব্যবস্থাপকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

নার্স-আয়া দিয়ে সিজার ব্যবস্থাপকের কারাদণ্ড

হবিগঞ্জে এনেসথেসিয়ালজিস্ট ও বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই স্টাফ নার্স ও আয়া দিয়ে সিজারিয়ান অপারেশন করাসহ বিভিন্ন অভিযোগে দি-জাপান বাংলাদেশ হাসপাতালের ব্যবস্থাপক আরিফুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। শাহ জহুরুল হোসেন জানান, দি-জাপান বাংলাদেশ হাসপাতালে এনেসথেসিয়ালজিস্ট ছাড়াই নার্স দিয়ে সিজার করানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সরেজমিন গিয়ে তার প্রমাণ মেলে। এ ছাড়া অভিযানকালে বেরিয়ে আসে নানা অসঙ্গতি। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপক আরিফুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জর সিভিল সার্জন ডা. নুরুল হক জানান, দি-জাপান বাংলাদেশ হাসপাতালের নিজস্ব কোনো চিকিৎসক ও নার্স নেই। এ ছাড়া লাইসেন্সও নবায়ন নেই হাসপাতালটির। যে কারণে আমি বাদী হয়ে মালিক ও কর্মকর্তাদের নামে নিয়মিত মামলা করেছি।

সর্বশেষ খবর