নীলফামারীর সৈয়দপুর ডাকঘর অনেক ব্যস্ততম। অথচ ডাকঘরটি চলছে মাত্র সাতজন জনবল নিয়ে। ফলে জনবল সংকটে ধুঁকছে ডাকঘরটি। এতে জোড়াতালি দিয়ে চলছে এ যাবতীয় সেবা কার্যক্রম। প্রতিদিন সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে স্থানীয় ডাকঘর কর্তৃপক্ষ বলছেন, অতিরিক্ত সেবাগ্রহীতার কারণে সামান্য জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। জানা যায়, সৈয়দপুর বাণিজ্য ও শিল্প প্রধান শহর হওয়ায় এ ডাকঘরে প্রতিদিন শতাধিক মানুষ চিঠি, ডাক টিকিট, মানি অর্ডার, জিইপি, ইএমও ও সঞ্চয়পত্র ক্রয়ের সেবা নিতে আসেন। আবার অনেকে আসেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে হিসাব খুলতে এবং সঞ্চয়পত্র ভাঙাতে। অথচ প্রায় ৪ বছর যাবত ডাকঘরে সেবা দেওয়ার মতো প্রয়োজনীয় জনবল নেই। জনবলের মোট ২৩টি পদের মধ্যে ১৬টি পদই কোনো লোক নেই। বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭ জন। এর মধ্যে সেবা কাজে জড়িত ২১ জনের বিপরীতে জনবল আছে মাত্র ৫ জন। ডাকঘরে মঞ্জুরী পোস্টাল অপারেটরের ১২টি পদের বিপরীতে কর্মরত ২ জন, পোস্টম্যানের ৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩ জন। ফলে মানি অর্ডার ও চিঠিপত্র বিলি করা যথাযথ নিয়মে সম্পন্ন হচ্ছে না। পোস্টম্যানরা সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে বাধ্য হচ্ছেন। আর পোস্টাল অপারেটর পদে কর্মরত ২ জনকে ৪টি কাউন্টারে ঘুরে ঘুরে গ্রাহকদের সেবা দিতে হচ্ছে। ফলে সেবা নিতে আসা গ্রাহকদের সময় অপচয় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। বছরের পর বছর এ ভোগান্তি চললেও এর সুরাহা করছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সরজমিনে ডাকঘরে গিয়ে দেখা যায়, বিভিন্ন কাউন্টারে সেবা নিতে আসা নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন। দুজন পোস্টাল অপারেটর ঘুরে ঘুরে সাধ্যমত কাজ করছেন। ফলে সেবা পেতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ডাকঘরে সেবা নিতে আসা নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা তসলিমা বেগম জানান, তিনি একটি চিঠি রেজিস্ট্রি করতে এসেছেন। কিন্তু কাউন্টারের অপারেটর অন্য কাউন্টারে ব্যস্ত। সেবা পেতে তাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কাউন্টারে লোক থাকলে এমন ভোগান্তি হত না। তিনি ডাকঘরের সেবা নিয়ে ক্ষোভ জানান। জানতে চাইলে সৈয়দপুর উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার খলিলুর রহমান বলেন, চরম জনবল সংকটের মধ্যেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। সমস্যা থাকলেও সাধ্যমত কাজ চালিয়ে নেয়া হচ্ছে। সামান্য জনবলের কারণে কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করছেন স্টাফরা। ডাকঘরটি স্বতন্ত্র মর্যাদার হওয়ায় এখানে বহুমুখী সেবা পাওয়া যায়। ফলে গ্রাহকদের চাপ অনেক বেশি। তবে সংকট নিরসনে জনবল পদায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত প্রতিবেদন দেওয়া হয় বলে জানান তিনি।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা