ফুলপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে শিশু জান্নাতুল আক্তার (১০) মারা গেছে। বুধবার মধ্যরাতে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউস্টিটিউটে তার মৃত্যু হয়। জান্নাতুল ফুলপুর উপজেলার বাট্টা গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। সে বাট্টা মধ্যপাড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থী ছিল। জান্নাতুলের পরিবার জানায়, শুক্রবার ভোরে জান্নাতুল কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের সময় দগ্ধ হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল এবং পরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে বুধবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।