ঝিনাইদহ শহরের এক বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুধবার রাতে শহরের পবহাটি বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, দেড়টার দিকে পুলিশ পরিচয়ে ডাকাতরা মনিরুলের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা মনিরুলসহ বাড়ির অন্য লোকজনকে হাত-মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। বাধা দিলে মনিরুলের মেয়ে শান্ত্বনাকে ছুরিকাঘাত করে। সদর থানার ওসি জানান, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।