পাবনায় চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেল কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত জিয়াউর রহমান (৩৫) পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জেল কারাগারের সহকারী জেলসুপার মেহেদী হাসান জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাবনার আতাইকুলা থানা পুলিশ জিয়াকে আটক করেছিল।
আদালতের মাধ্যমে গত ২১ জানুয়ারি কারাগারে পাঠায়। এর পর থেকে সে কারাগারে ছিল। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সে অসুস্থ হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।