শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কৃষক কামাল এখন উপজেলার গর্ব

নিজের জমি বিক্রির টাকায় বানিয়ে দিলেন রাস্তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নিজের জমি বিক্রির টাকায় বানিয়ে দিলেন রাস্তা

কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামে নির্মিত রাস্তা -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় জোয়ারে তলিয়ে যেত গ্রাম। যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীর। মানুষের কষ্ট দূর করার জন্য নিজের ৩০ শতাংশ জমি বিক্রি করে মাটির রাস্তা বানিয়ে দিলেন গাজী কামাল হোসেন নামে এক কৃষক। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে ১৫ দিনে ১ হাজার ৪০০ ফুট লম্বা এ রাস্তা নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ৭ লাখ টাকা। তার এ কাজে স্থানীয়রাও শ্রমিক হিসেবে সহযোগিতা করেছেন। কামাল হোসেনের এ মহতী কাজ তাকে গোটা কলাপাড়া উপজেলার গর্বে পরিণত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরমারা গ্রামে সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছিল কৃষকসহ সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যেত এলাকাটি। এতে অনাবাদি থাকত ফসলি জমি। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গর্ভবতী মায়েদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো। এসব মানুষের কথা চিন্তা করে নিজের টাকায় রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন কৃষক কামাল হোসেন। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘এটি মহতী কাজ। এজন্য ব্যক্তিগতভাবে কৃষক কামালকে ধন্যবাদ জানাই।’

সর্বশেষ খবর