সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিত তারা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী থেকে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতাররা সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিত বলে জানায় র‌্যাব। গতকাল সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার ভানদারপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বদলগাছীর কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নীচাবাজার গ্রামের আবদুল লতিফের ছেলে জামাল উদ্দিন ও পশ্চিম আমট্ট গ্রামের মুখফুর সরদারের ছেলে সালাম সরদার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে গ্রেফতাররা প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছে। এর মধ্যে নাজমুল হক মূলহোতা। জামাল উদ্দিন ও সালাম তার সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন। ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নাম করে ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরবর্তীতে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে তিনি চাকরিতে যোগদান করতে গিয়ে ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর ভুক্তভোগী র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

 

সর্বশেষ খবর