নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কোড়ালিয়া-পানপট্টি নৌ-রুটে আগুনমুখা নদীতে ফেরি সেবা চালুর দাবি দীর্ঘদিনের। ফেরি না থাকায় সারা দেশের সঙ্গে স¤পূর্ণ সড়ক পথে যোগযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলা। জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোটে প্রমত্তা আগুনমুখা পাড়ি দিচ্ছে দুই উপজেলার ৩ লাখ মানুষ। সন্ধ্যার পরে পারাপারে থাকে না কোনো বাহনই। রোগী ও পণ্য পরিবহন নিয়ে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। চারদিকে সাগর আর নদী। মাঝখানের দ্বীপটির নাম রাঙ্গাবালী। লাল বালুর নামে নামকরণ করা হয়েছিল রাঙ্গাবালীর। ২ লাখ মানুষের এই দ্বীপটিতে রয়েছে নানান সম্ভাবনা। আছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সোনারচর, চরহেয়ার, জাহাজমারা, কৃষি ও মৎস্য ভান্ডার। ২০১২ সালে উপজেলা ঘোষণা হয়ে ১০ বছর পেরিয়ে গেলেও এখনো সারা দেশের সঙ্গে হয়ে ওঠেনি সড়ক যোগাযোগ ব্যবস্থা। এ যেন এক ভিন্ন জগত। দুই উপজেলার মানুষের পারাপারের বাহন শুধুমাত্র স্পিপড বোট। চলমান বর্ষায় প্রাণের ঝুঁকি নিয়ে স্পিড বোটেই পাড়ি দিতে হয় খরস্রোতা নদী আগুনমুখা। সন্ধ্যার পরে থাকে না একেবারেই কোনো বাহনই। আধুনিক যোগাযোগ প্রযুক্তির যুগে এসেও সারা দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে এ জনপদ। যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। তরমুজের রাজধানী খ্যাত রাঙ্গাবালীর কোটি কোটি টাকার তরমুজ ঘাটে বসেই নষ্ট হয়ে যায়। ভোগান্তির কোনো শেষ নেই যেন রোগীদের। চিকিৎসার নিতে যাওয়ার পথে এ নদীতে ট্রলার স্পিড বোটের মধ্যেই প্রাণ হারিয়েছে অসংখ্য রোগী। অসুস্থ রোগী হামিদা বেগম (২৯) বলেন, আমি যখন গর্ভবতী ছিলাম সিজারের জন্য জেলা সদর পটুয়াখালী রওয়ানা দিয়েছিলাম লঞ্চ স্পিড বোট না পেয়ে ৪ ঘণ্টা ঘাটে বসে ছিলাম। ঘণ্টার পর ঘণ্টা ঘাটে কাতরাচ্ছিলাম কিন্ত কোনো কিছুরই ব্যবস্থা হয়নি। পরে ঘাটে বসে আমার সন্তান প্রসব হয়েছে। মহিউদ্দিন মোল্লা বলেন, আমার বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন। কিন্ত যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে উন্নত চিকিৎসার অভাবে মারা গেছে। পটুয়াখালী জেলা হেড কোয়ার্টারের সঙ্গে রাঙ্গাবালীর সংযোগ সড়ক স্থাপন এবং ফেরির দূরত্ব কমাতে পানপট্টি ও কাউখালী সড়ক তৈরির জন্য পরিদর্শন করেন সড়ক জনপদের কর্মকর্তারা। পটুয়াখালী সড়ক জনপদের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, আমরা ফেরির সংযোগ সড়ক করার জন্য দুই পাড় পরিদর্শন করেছি। কিভাবে রুট করলে ফেরির দূরত্ব কমবে সেটা আমরা দেখেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা নিব। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব বলেন, ফেরির চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। তবে এ ফেরিটি চালু হলে রাঙ্গাবালী উপজেলা হবে একটা মডেল উপজেলা। যাতায়াতে মানুষের যেমন ভোগান্তি কমবে তেমনি উন্নয়ন ঘটবে পর্যটন শিল্পের। পায়রা বন্দরের জাহাজ নোঙর করবে এই রাঙ্গাবালীতেই। তাই সড়কপথে সংযোগ স্থাপন হলে এখানে গড়ে উঠবে শিল্প-কারখানা। নতুন পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে সোনারচর, চরহেয়ার ও জাহাজমারা সমুদ্র সৈকত। একটি ফেরি পাল্টে দিতে পারে এ জনপদের মানুষের ভাগ্য।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা