রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ দাবি

গাইবান্ধা প্রতিনিধি

সাঁওতালসহ বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের দাবিতে গতকাল শোভাযাত্রা ও সাংস্কৃতিক সমাবেশ করেছেন সাঁওতাল সম্প্রদায়ের যুবারা। গাইবান্ধা ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও বেসরকারি সংগঠন অবলম্বনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশে আদিবাসীদের নিজ মাতৃভাষায় শিক্ষালাভের দাবি উপেক্ষিত হয়ে আসছে। প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মাজহার উল মান্নান, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ফিলিমন বাস্কে, প্রিসিলা মুরমু প্রমুখ।

সর্বশেষ খবর