মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলের আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন। আহতদের ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ঘাটাইল বাসস্টান্ডে গতকাল এ সংঘর্ষ হয়।  জানা যায়, গত ২৮ জানুয়ারি ঘাটাইল আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে জামায়াত-বিএনপির লোকজন রাখা হয়েছে দাবি করে এক পক্ষ কমিটি প্রত্যাখান করে। গত রবিবার কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করা হয়। এর জেরে গতকাল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ জানায়,  এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর