টাঙ্গাইলের ঘাটাইলের আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন। আহতদের ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ঘাটাইল বাসস্টান্ডে গতকাল এ সংঘর্ষ হয়। জানা যায়, গত ২৮ জানুয়ারি ঘাটাইল আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে জামায়াত-বিএনপির লোকজন রাখা হয়েছে দাবি করে এক পক্ষ কমিটি প্রত্যাখান করে। গত রবিবার কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করা হয়। এর জেরে গতকাল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।