বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

কুষ্টিয়া প্রতিনিধি

বসুন্ধরা আই হসপিটালের  দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

কুষ্টিয়ায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। সদর উপজেলার হরিনায়ণপুরে দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করেছে দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। চতুর্থবারের এ ক্যাম্পে প্রায় আড়াই হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. সালেক আহমেদের নেতৃত্বে ১৪ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা প্রদান করেন। একই সঙ্গে চোখের ছানি অপারেশন করার প্রয়োজন রয়েছে এমন রোগীদের বিনামূল্যে ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পবন কুমার আগারওয়াল জানান, ২০১৭ সাল থেকে এ তিন দফায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল চতুর্থবারেও প্রায় আড়াইহাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর