রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ছাগল বাদাম খেতে ঢুকে গাছ-পাতা খাওয়া নিয়ে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আহত হয়েছেন উভয় পরিবারের কয়েকজন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের নূর মোহাম্মদের স্ত্রী। সুরাজপুর-মানিকপুর ইউপি  চেয়ারম্যান আজিমুল হক আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই পরিবার সদস্যরা লাঠিসোটা ও দা নিয়ে রাতে সংঘর্ষে জড়ায়। তখন ঘটনাস্থলেই কুলছুমা মারা যান।

এদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ শুক্রবার দিবাগত রাতে উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর।

 

সর্বশেষ খবর