চকরিয়ায় ছাগল বাদাম খেতে ঢুকে গাছ-পাতা খাওয়া নিয়ে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আহত হয়েছেন উভয় পরিবারের কয়েকজন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের নূর মোহাম্মদের স্ত্রী। সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই পরিবার সদস্যরা লাঠিসোটা ও দা নিয়ে রাতে সংঘর্ষে জড়ায়। তখন ঘটনাস্থলেই কুলছুমা মারা যান।
এদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ শুক্রবার দিবাগত রাতে উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর।