মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ১২ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ, বাগেরহাট, দিনাজপুর, হবিগঞ্জ, নওগাঁ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ ১২ জন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ : তাড়াশে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়ার হেলাল উদ্দিনের ছেলে নাটোর সিটি কলেজের ছাত্র সুজন হোসেন ও বেলকুচির সিয়াম আহমেদ। বাগেরহাট : ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুটি ট্রাকে থাকা চালকের দুই সহযোগীর (হেলপার)। ফকিরহাট উপজেলার বাগেরহাট-ঢাকা মহাসড়কের মুলঘর এলাকার চেয়ারম্যান বাড়ি মোড়ে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম ইমন হাসান (২১)। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি। দিনাজপুর : জেলার তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। দিনাজপুর সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধিরিবালা (৬৫), নওশের আলী (৬০) ও আরজিনা বেগম (৩৭)। হবিগঞ্জ : হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কে গত রবিবার রাত ১০টার দিকে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল দুটি। নিহতরা হলেন লাখাই উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে নজরুল ইসলাম তুফান (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে স্বাধীন মিয়া (২৫)। নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ে গতকাল সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আমেনা বেগম উপজেলার মিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে। চুয়াডাঙ্গা : জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রবিবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর