ফরিদপুরের মধুখালী উপজেলার আড়ুয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আলোচিত এ ঘটনাটি নিয়ে গতকাল প্রেস বিফ্রিং করেছে পুলিশ। ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান জানান, আড়ুয়াকান্দি স্কুলের শিক্ষিকা লিপি আক্তার তার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইভা আক্তার টুকটুকিকে নিজের কাছে রাখতে চান। সেই মতে টুকটুকিকে তার বাবা ইয়াছিন মৃধা ও সৎভাই রাজন ধর্ষণ করেছে বলে স্থানীয়দের জানান। পরে স্থানীয় কয়েকজন যুবক ১৭ মার্চ ওই শিশুর বাবা ইয়াছিন মৃধা ও সৎভাই রাজনকে ধরে নিয়ে স্কুলের একটি কক্ষে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াছিন মৃধা বাদী হয়ে থানায় মামলা করেন।
তদন্তে নেমে পুলিশ ধর্ষণের ঘটনাটি মিথ্যা ও বাবা-ভাইকে মারধরের ঘটনাটি স্কুল শিক্ষিকা লিপি আক্তারের সাজানো বলে জানতে পারে। পুলিশ সুপার আরও জানান, শিক্ষিকা লিপি আক্তার তার কাছে শিশুটিকে রাখতেই তার বাবা ও সৎভাইয়ের বিরুদ্ধে কথিত ধর্ষণের ঘটনাটি সাজান। ঘটনার পর শিক্ষিকা লিপি আক্তার পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে।