শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

‘বসুন্ধরার পণ্য ভোক্তার জন্য’ সেøাগানে পবিত্র রমজান মাসে আটা, সয়াবিন তেলসহ বসুন্ধরার ২৪টি পণ্য সাশ্রয়ী মূল্যে বগুড়ায় ট্রাকে করে বিক্রয় শুরু হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে যখন নিম্ন আয়ের মানুষ দিশাহারা সে সময়ে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের এমন উদ্যোগে জনমনে স্বস্তি এনে দিয়েছে। বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা জিলা স্কুলের সামনে গতকাল সকাল থেকে এ পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে। পণ্য বিক্রির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বেচাকেনা চলবে।

২৫ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। বাজারের চেয়ে কম মূল্যে আটা, ময়দা, সয়াবিন তেল, পাম তেল, সুজি, সেমাই, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় ২৪টি পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনেও এ পণ্য পাওয়া যাবে।

সর্বশেষ খবর