শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আলোর মুখ দেখেনি কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

রাঙামাটি প্রতিনিধি

সাত বছরেও আলোর মুখ দেখেনি রাঙামাটির কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতবদল হলেও কাজ হয়েছে মাত্র ৫০ ভাগ। সংশ্লিষ্টরা বলছেন, নানা জটিলতার কারণে থমকে আছে এ প্রকল্প। সূত্র জানান, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ব্যয় ধরা হয় ১৭ কোটি ৫০ লাখ টাকা। সামান্য কাজ হতেই অদৃশ্য কারণে মুখ ফিরিয়ে নেয় প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর টানা দুই বছর কাজ বন্ধ থাকে। ২০২০ সালে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আবার শুরু হয় কাজ। ২০২২ কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেক। এতে ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

দ্বিতীয় দফায় কাজ করা এ এইচ এন্টারপ্রাইজের (ঠিকাদারি প্রতিষ্ঠান) ম্যানেজার শাহজাহান জানান, প্রথম ঠিকাদারের কারণে কাজ অনেকটা পিছিয়ে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করতে। তবে কাজের গুণগত মান ধরে রাখতে সময় প্রয়োজন। রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমা জানান, নানা জটিলতায় কাজের অগ্রগতি হয়নি। তিনি বলেন, কাউখালী দুর্গম এলাকা। এ ছাড়া বেইলি সেতু ভেঙে যাওয়ায় শ্রমিকরা মালামাল আনতে পারেনি। সড়কেরও ছিল নানা সমস্যা। এখন সবকিছু অনেকটা ঠিক হয়েছে। চেষ্টা চলছে দ্রুত সময়ে কাজ শেষ করার। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরিয়া বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছে। ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে; যাতে এ অঞ্চলের শিক্ষার্থীরা দ্রুত পড়ালেখার সুযোগ পায়।

সর্বশেষ খবর