চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতিরিক্ত মুনাফার লোভে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামে অবৈধ একটি এনজিওতে ৩৫ হাজার গ্রাহক গরু-ছাগল বিক্রিসহ চাকরির পেনশনের লগ্নিকৃত ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পলি বগম, রোকেয়া বেগম, খালেদা বেগম, মো. দেলশাদ আলী, মো. জুয়েল প্রমুখ। এতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অনেকের হাতে মধুমতি এনজিওর পরিচালক এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা ও আমানতের টাকা ফেরতের দাবি সংবলিত প্ল্যাকার্ড ছিল। শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, মধুমতি এনজিওর বিষয়টি নজরে রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াতকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টটি হাতে পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।