শিরোনাম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম মহানন্দায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম মহানন্দায়

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। ৩৯৩ মিটার দীর্ঘ এই রাবার ড্যামের প্রায় অর্ধেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন করতে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে মৃতপ্রায় মহানন্দা নদীর ৭০ কিলোমিটারজুড়ে সারা বছরই পানি থাকবে। ফলে এ অঞ্চলের কৃষি ও মৎস্য খাতে আমূল পরিবর্তন আসবে। জানা গেছে, ২০১১ সালের ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন এলাকায় রাবার ড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের ৬ মার্চ এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এরই মধ্যে ৩৯৩ মিটার দীর্ঘ রাবার ড্যামের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম ফজলুল হক সংশোধিত ডিপিপির যৌক্তিকতা যাচাইয়ে গত ২২ মার্চ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, প্রকল্প স্টিয়ারিং কমিটি-পিএসসির সভায় সংশোধিত ডিপিপি উত্থাপন করা হবে। পরবর্তীতে প্রকল্প যাবে একনেক সভায়। তবে প্রকল্প ব্যয় বাড়ছে এটা নিশ্চিত।  পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, এ প্রকল্পে ৩৬ দশমিক শূন্য ৫ কিলোমিটার নদী খনন, জমি অধিগ্রহণ ও রাবার ড্যাম নির্মাণের জন্য শুরুতে ব্যয় ধরা হয়েছিল ১৫৫ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ১৯৫ টাকা। তবে জমি অধিগ্রহণ এবং নির্মাণসামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় সংশোধন করতে হচ্ছে ডিপিপি। তাই ৬৯ কোটি টাকা অতিরিক্ত যুক্ত করে সংশোধিত ডিপিপি পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এর মধ্যে জমি অধিগ্রহণে অতিরিক্ত ৩৪ কোটি টাকা, একটি সড়ক নির্মাণে ৫ কোটি টাকা এবং ড্যাম নির্মাণে ব্যয় বাড়ানো হয়েছে ৩০ কোটি টাকা। স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল ওদুদ বলেন, এটির নির্মাণকাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাবার ড্যাম নির্মাণ শেষে এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর