মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আগুনে পুড়ে ১০ গবাদিপশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। পুড়ে মারা গেছে চারটি গরু ও ছয়টি ছাগল। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকায় এ অগ্নিকা  ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নজরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পাঁচ পরিবারের নয়টি বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে যায়। গোয়াল ঘরে আটকে পড়া চারটি গরু ও ছয়টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। সরেজমিন গতকাল দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সব হারিয়ে আহাজারি করছেন। কেউ কেউ ধ্বংসস্তূপ সরিয়ে পোড়া স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র খোঁজ করছেন। তারা জানান, চোখের সামনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান-চাল, গরু-ছাগল পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা পায়নি। এখন চাল কেনার টাকাও নেই আমাদের কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল রায়হান এবং ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আশ্রয়সহ আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সর্বশেষ খবর