কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে দুই দিনব্যাপী রজতজয়ন্তীর অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরি প্রদর্র্শন, র্যাফেল ড্র ও ঢাকার শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের আমন্ত্রণ ছিল। তিনি গান গাইতে উঠে মঞ্চে মাতলামির অভিযোগে অনুষ্ঠান পণ্ড হয়। এ সময় তার এই মাতলামিতে উপস্থিত দর্শকরা জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। এর পরপরই শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে চারদিকে ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে সুসজ্জিত মঞ্চ ও সংগীত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরি প্রদর্শন, র্যাফেল ড্র এবংমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন দুপুরের আগে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে বিকালে দ্বিতীয় পর্ব শুরু হয়। তবে রাত ১০টার পর মঞ্চে ওঠেন গায়ক নোবেল। তাকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে হট্টগোল হলে পরে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়।