মেহেরপুর থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক হয়েছেন। আটককরা হলেন শহরের পৌর কলেজপাড়ার সাব্বির ও ফুলবাগানপাড়ার নাজমুল সাদাত শুভ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর উপজেলা তেরঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার এলাকায় অভিযান চালায়।