গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওয়ালেরটেক এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে ভৈরবগামী রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে কালো রঙের হাফহাতা শার্ট এবং জিন্স প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে- ভৈরবগামী চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।