গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ইসমাইল কাজী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে সেলিম জানান, তার মেঝ ভাই আলীম মাদকাসক্ত। প্রায়ই সে মাদকের টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গতকাল মাদকের টাকা নিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে বঁটি দিয়ে বাবার পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রী নয়ন তারাকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী চান মোস্তফার বিরুদ্ধে। উপজেলার ধরন্তি এলাকায় একটি ইটভাটায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত নয়ন তারা কিশোরগঞ্জের নিকলী উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের কালা মিয়ার মেয়ে। এ ঘটনায় ইটভাটার শ্রমিকরা চান মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছেন।