কুমিল্লার নাঙ্গলকোটের জনগুরুত্বপূর্ণ মান্দ্রা-মৌকারা সড়কের ইট, সুরকি, পলেস্তারা উঠে ধুলাবালিতে একাকার হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটি পুনঃসংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হওয়ায় এমন পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নাঙ্গলকোটের মান্দ্রা-মৌকারা একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় টেন্ডারের মাধ্যমে পুনঃসংস্কার শুরু হয়। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৩.৭ মিটার প্রস্থের সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির নির্মাণকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হয়ে যায়। দীর্ঘদিন থেকে সংস্কারের নামে সড়কটির স্বাভাবিকতা নষ্ট করে চলাচল ঝুঁকিপূর্ণ করে তোলা হয় বলে তাদের অভিযোগ। বর্তমানে সড়কটি খানাখন্দে ভরা। ইট-সুরকি, পলেস্তারা উঠে ভয়াবহ অবস্থা। ইটের লাল ধুলায় দুই পাশের এলাকা ঘণ্টার পর ঘণ্টা ধুলায় ধূসর থাকে। এতে যাত্রী, রোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকটা ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করতে হচ্ছে। সড়কে চলাচলকারী একাধিক ব্যক্তি বলেন, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা। মৌকারা থেকে নাঙ্গলকোট যাতায়াতে সহজ যোগাযোগ এই সড়কটি। অথচ সড়কটির অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। এমন চলাচল অনুপযোগী সড়ক দ্বিতীয়টি এ উপজেলায় নেই। মৌকারা ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর জানান, সড়কটির পুনঃসংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মৌকারা থেকে নাঙ্গলকোট যাতায়াতের একমাত্র সড়ক এটি। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটির পুনঃসংস্কারের টেন্ডার হয়েছিল। সে মতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হয়ে যায়। পুনরায় টেন্ডার হলে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
শিরোনাম
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী