কুমিল্লার নাঙ্গলকোটের জনগুরুত্বপূর্ণ মান্দ্রা-মৌকারা সড়কের ইট, সুরকি, পলেস্তারা উঠে ধুলাবালিতে একাকার হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটি পুনঃসংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হওয়ায় এমন পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নাঙ্গলকোটের মান্দ্রা-মৌকারা একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় টেন্ডারের মাধ্যমে পুনঃসংস্কার শুরু হয়। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৩.৭ মিটার প্রস্থের সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির নির্মাণকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হয়ে যায়। দীর্ঘদিন থেকে সংস্কারের নামে সড়কটির স্বাভাবিকতা নষ্ট করে চলাচল ঝুঁকিপূর্ণ করে তোলা হয় বলে তাদের অভিযোগ। বর্তমানে সড়কটি খানাখন্দে ভরা। ইট-সুরকি, পলেস্তারা উঠে ভয়াবহ অবস্থা। ইটের লাল ধুলায় দুই পাশের এলাকা ঘণ্টার পর ঘণ্টা ধুলায় ধূসর থাকে। এতে যাত্রী, রোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকটা ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করতে হচ্ছে। সড়কে চলাচলকারী একাধিক ব্যক্তি বলেন, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা। মৌকারা থেকে নাঙ্গলকোট যাতায়াতে সহজ যোগাযোগ এই সড়কটি। অথচ সড়কটির অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। এমন চলাচল অনুপযোগী সড়ক দ্বিতীয়টি এ উপজেলায় নেই। মৌকারা ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর জানান, সড়কটির পুনঃসংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মৌকারা থেকে নাঙ্গলকোট যাতায়াতের একমাত্র সড়ক এটি। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটির পুনঃসংস্কারের টেন্ডার হয়েছিল। সে মতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় টেন্ডার বাতিল হয়ে যায়। পুনরায় টেন্ডার হলে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাঙ্গলকোটে সড়কে জনদুর্ভোগ
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর