শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

মৌলভীবাজারে কুলাউড়ায় পৃথক স্থানে বজ্রপাতে এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন। গতকাল সকাল ও মঙ্গলবার বিকালে উপজেলার টিলাগাঁও এবং ভাটেরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মতি (৪০)। তিনি লংলা চা বাগানের মদন কানুর ছেলে। আহত ইমন ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার সিপন মিয়ার ছেলে। এদিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বীলপাড় গ্রামে বজ্রপাতে উসমান গণি (২৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। উসমান ওই গ্রামের শহিদুল্লাহ শহিদের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর