শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ : খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ব। তখন অনেকে ব্যঙ্গ করে বলেছিল, বাংলাদেশ ডিজিটাল নয়, টালমাটাল হয়ে যাবে। ২০০৮ সালের আগে বাজারে জুন-জুলাই মাসের আগে পাঠ্যপুস্তক পাওয়া যেত না। এখন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়। নিউট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলে স্মার্ট বাংলাদেশ হবে। এ জন্য নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জানতে হবে স্বাধীনতার ইতিহাস। কেননা আাজকের প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ। দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে গতকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব, কৃষকদের মধ্যে ভ্যান ও প্রশিক্ষিত নারীদের অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিরলের ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিরল পৌরমেয়র সবুজার সিদ্দিক সাগর, রমাকান্ত রায় প্রমুখ।

সর্বশেষ খবর