ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গত বৃহস্পতিবার রাতে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮। জব্দ গাঁজার মূল্য ১৩ লাখ টাকা। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। দুই মাদক কারবারি হলেন- বাহার মিয়া ও আলমগীর হোসেন সুফল। ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের উপপরিচালক
কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাদকের একটি চালান প্রাইভেট কারে বিক্রির জন্য নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়। উপপরিচালক আরও বলেন, পরে তল্লাসি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এ ছাড়া একটি প্রোবক্স প্রাইভেট কার তিনটি মোবাইল এবং তিনটি সিম জব্দ করা হয়। আটক হওয়া ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।