রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে জমে উঠছে আমবাজার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ে জমে উঠছে আমবাজার

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার

চাঁপাইনবাবগঞ্জে জমতে শুরু করেছে আমবাজার। জেলার বিভিন্ন হাট-বাজারে আড়তদাররা আম বেচাকেনা শুরু করেছেন। আম সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত গাছ থেকে তারা ৩০ শতাংশ আম নামিয়েছেন।

কানসাট, ভোলাহাট, রহনপুর ও সদরের পুরাতন তহাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ গুটি জাতের আম বিক্রি হচ্ছে ধরনভেদে ৫০০-১০০০, গোপালভোগ ২২০০-২৫০০, লক্ষণভোগ ৭০০-৮০০ এবং খিরশাপাতি ১৭০০-২২০০ টাকা। বাগান মালিকরা বলছেন, গত বছর আমের উৎপাদন কম হলেও দাম পেয়েছেন দ্বিগুণ। এবার বালাইনাশকের দাম বেড়ে যাওয়ায় পরিচর্যা খরচ বেড়েছে তাদের। তবে ফলন ভালো হয়েছে। বাজারে এখন কম আম আসছে তাই দাম একটু বেশি পাচ্ছেন। কিছুদিন পর বাজারে বেশি পরিমাণ আম আসতে শুরু করলে ন্যায্যদাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। তাদের দাবি, এ আম রপ্তানি করা গেলে তারা কিছুটা হলেও লাভবান হতে পারতেন। কানসাট বাজারে আম বিক্রি করতে আসা আলমগীর হোসেন বলেন, এখন দাম আশানুরূপ পাওয়া যাচ্ছে। কয়েক দিন পর এমন অবস্থা থাকবে বলে মনে হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ সদরের আম বাগানমালিক সুকুমার প্রামাণিক বলেন, কেবল আম নামতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে বাজার জমজমাট হয়ে উঠবে। আবহাওয়ার বিরূপ প্রভাবে এবার জেলায় দেরিতে আম পাকতে শুরু করায় কিছুটা সময় লাগছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পলাশ সরকার জানান, এবার আবহাওয়ার কারণে অন্য জেলার চেয়ে কয়েক দিন পর এখানে আম পাকতে শুরু করেছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে পুরোদমে গুটি, গোপালভোগসহ অন্য আম বাজারে আসতে শুরু করবে। তিনি আরও জানান, এবার জেলায় ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম চাষা হয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সর্বশেষ খবর