মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৫ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৫ কোটি ২০ লাখ টাকার বিল বকেয়া পড়েছে বিদ্যুৎ বিভাগের। খোদ সরকারি কর্মকর্তাদের কার্যালয় ও ব্যবহৃত ভবনগুলোও বকেয়া তালিকায় রয়েছে। সর্বোচ্চ বিল খেলাপি উপজেলা খাদ্যগুদাম। ইউনিয়ন পরিষদগুলোয় বাকি পড়েছে দেড় লাখ টাকা। গ্রাহক পর্যায়ে ১০ লাখ টাকা আদায়ের জন্য ২০০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় মোট গ্রাহক রয়েছেন ৮৪ হাজার। চলতি বছরের মে মাস পর্যন্ত সরকারি দফতরসহ গ্রাহক পর্যায়ে বকেয়া পড়েছে ৫ কোটি ২০ লাখ টাকা। সর্র্বোচ্চ খেলাপি উপজেলা খাদ্যগুদামের বকেয়ার পরিমাণ ৬১ হাজার টাকা। ইউনিয়ন পরিষদগুলোতে বকেয়া ১ লাখ ৫৬ হাজার। সরকারি দফতরগুলোর মধ্যে সাবরেজিস্ট্রি অফিস, খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়, নন গেজেটেড কোয়ার্টারসহ সরকার নিয়ন্ত্রিত ৩১ দফতরের নিকট বকেয়া পড়েছে ২ লাখ ২৩ হাজার টাকা। পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ বি এম মিজানুর রহমান বলেন, বিল আদায়ে ব্যর্থ হয়ে এক বছর আগে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ওই দফতর বিল পরিশোধ করেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর