বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলো চার রোহিঙ্গা যুবক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী আশ্রয়শিবির থেকে অপহৃত চার রোহিঙ্গাকে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে পেয়েছেন বলে দাবি পরিবারের লোকজনের। গত সোমবার রাতে তাদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে আশ্রয়শিবিরের ডি-২০ ব্লকের একটি দোকানের সামনে থেকে পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করা হয়। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ২৫ নম্বর আলীখালী ক্যা¤প ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে পাঁচজন রোহিঙ্গা যুবককে ১২-১৪ জন সন্ত্রাসী অপহরণ করে। পরে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না পেয়ে জাহাঙ্গীর আলম নামে একজনের বাম হাতের কবজি কেটে বাড়িতে ফেরত পাঠায়। মুক্তিপণ না দিলে বাকি চারজনের পরিণতিও জাহাঙ্গীরের মতো হবে বলে হুমকি দেয় দুর্বৃত্তরা। গত সোমবার ৫ লাখ টাকা দিল চারজনকে ছেড়ে দেয়। ফিরে আসা চার রোহিঙ্গা হলেন- মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সুলতান, আবদুল্লাহ ও আনোয়ার ইসলাম।

সর্বশেষ খবর