মৃৎশিল্পে সবাই জড়িত। চিরিরবন্দরের নশরতপুরের পালপাড়া এমনই গ্রাম। পালপাড়ার ভিতরে যে কেউ গেলেই বুঝতে পারবে এলাকাটি মৃৎশিল্পের। তবে ঐতিহ্যের সেই পালপাড়া বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়েছে তাদের। এখনো প্রতিটি পরিবার এই মৃৎশিল্পে জড়িত থাকলেও অনেক পরিবারের কেউ কেউ পেশা বদলে ভ্যানচালক, দোকানদার নয়তো অন্য পেশায় চলে গেছেন। বাজারে মৃৎশিল্পের চাহিদা থাকলেও আর্থিক সংকটের কারণে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারছেন না বেশির ভাগ কারিগর। তবে কয়েকজন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সহায়তায় তৈরি করছেন মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ। তারা মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন ইলেকট্রিক মটরের সাহায্যে। ইলেকট্রিক মটরের সাহায্যেই ঘুরছে মাটির জিনিসপত্র তৈরির চাক। এ বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহারে মৃৎশিল্পের কারিগরদের শারীরিক শ্রম সাশ্রয়ের সঙ্গে স্বল্প সময় এবং স্বল্প খরচে অধিক পরিমাণে মাটির জিনিসপত্র উৎপাদন করতে পারছেন। এতে বদলে যাচ্ছে অনেক মৃৎশিল্পীদের অর্থনৈতিক অবস্থাও। পাল সম্প্রদায়ের মানুষের কষ্ট লাঘবে স্বপ্ন ও ভাবনা থেকেই দিনাজপুরের চিরিরবন্দরের নশরতপুর গ্রামের দিঘলনালীপাড়ার এস এম মজিবর রহমান ২০১৯ সালে উদ্ভাবন করেছেন মৃৎশিল্পে ব্যবহারে কুমারদের জন্য বৈদ্যুতিক চাক মেশিন। খানসামা সড়কের দরগাহপাড়ে মেসার্স রাজা ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ নামে ব্যবসা প্রতিষ্ঠানও গড়েছেন তিনি। তার উদ্ভাবিত বৈদ্যুতিক চাক মেশিন বৈদ্যুতিক মটারে এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়ে স্বল্প বিদ্যুৎ খরচে ডিসি মটর ব্যবহারে বৈদ্যুতিক চাক মেশিনটি ঘুরছে। এ বৈদ্যুতিক চাক মেশিন ২.৫ অশ্ব শক্তিতে ১৪৭০ আরপিএম (গতি) রেগুলেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এ বৈদ্যুতিক চাক মেশিন তৈরিতে খরচ পড়ছে মাত্র সাড়ে ৯ হাজার টাকা। এ বৈদ্যুতিক চাক মেশিনটি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে মৃৎশিল্পের কারিগরদের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং তিন গুণ উৎপাদন বেশি হবে। ফলে মৃৎশিল্পীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এ ছাড়াও মৃৎশিল্পের উন্নয়নে মাটির মন্ড তৈরির মেশিন তৈরির চেষ্টা করছেন তিনি। মৃৎশিল্পী বাবলু চন্দ্র পাল জানান, বাব-দাদার আমল থেকে পরিবারের সবাই এই পেশায় জড়িত। মাটিসহ পোড়ানোর কাজে খরচ এবং চাহিদা কমে যাওয়ায় আগের মতো আয় হয় না। বলা যায় দুর্দিন চলছে। তাই অনেকে পেশা ছেড়ে দিচ্ছে। মাসে ২৬-৩০ হাজার টাকার মাটির হাঁড়ি-পাতিল, কলস, টপসহ বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতে পরিারের পাঁচজনকে শ্রম দিতে হয় এবং এখন খরচও বেশি হয়। তাই কোনো রকমে সংসার চলে। মৃৎশিল্পী নিরঞ্জন পাল, শ্যামল চন্দ্র পাল, প্রতিবন্ধী রূপ কুমার পাল জানান, আগে প্রচলিত পদ্ধতিতে মাটি দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ফুলের টব বা হাঁড়ি-পাতিল তৈরি করতে পারতাম। এখন এ বৈদ্যুতিক চাক মেশিন দিয়ে প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার মাটির ফুলের টব বা হাঁড়ি-পাতিল তৈরি করা যায়। বিদ্যুৎ খরচও কম। এ মেশিনে মাসে ১০০ থেকে ১৫০ টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। মেশিন ব্যবহারে সময় এবং শ্রমও সাশ্রয় হচ্ছে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক চাক মেশিন উদ্ভাবক এস এম মজিবর রহমান জানান, অর্থনৈতিক সমস্যার কারণে বেশি দূর অগ্রসর হতে পারছি না। মেশিনটি কীভাবে আরও উন্নত করা যায় তার চিন্তাভাবনা করছি। এ পর্যন্ত ২৫টি এই মেশিন বিক্রি হয়েছে। এই মেশিনে বিদ্যুৎ খরচ কম। সোলার বিদ্যুৎ দিয়েও চলবে মেশিনটি। সরকারি সহযোগিতা পেলে এ মেশিন বৃহৎ পরিসরে বাজারজাত করে মৃৎশিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারব ইনশা আল্লাহ।
শিরোনাম
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
মৃৎশিল্পে আধুনিক প্রযুক্তির ছোঁয়া!
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর