গাজীপুরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে রাস্তা ও নালাগুলো। ফলে নগরীর শত শত রাস্তা ও ড্রেন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া সড়ক মহাসড়কে ময়লা আবর্জনার স্তূপ, তিন চাকার বাহনের যন্ত্রণা। এতে নগরবাসীর চরম দুর্ভোগে দিন কাটছে। সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গীর শিলমুন, মরকুন, পাগাড়, টঙ্গীর ভাদাম, তিলারগাতী, দেওড়া, আউচপাড়া, সাতাইশ, গাজীপুরা, এরশাদনগর, দত্তপাড়া, আরিচপুর, গাজীপুরের বড়বাড়ি, গাছা, বোর্ডবাজার, বাসন, ছয়দানা মালেকের বাড়ি, গাজীপুর সদর, সালনা, পুবাইলের হায়দরাবাদ, মীরেরবাজার, তালুটিয়া, মাজুখান, হারবাইদসহ বিভিন্ন এলাকায় সংস্কারের অভাবে রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে। আবার অনেক নালায় নেই ঢাকনা। রাতের আঁধারে হাঁটতে গিয়ে পড়তে হয় গর্তে। সম্প্রতি রাস্তার অভাবে নগরীর মীরেরবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী। ড্রেন উপচে সড়কে আসছে পানি। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
গাজীপুরা এলাকার বাসিন্দা আল-আমিন বলেন, একদিকে নেই পরিকল্পিত ড্রেন ব্যবস্থা, অন্যদিকে ড্রেন থেকে অপসারণ করা হচ্ছে না ময়লা-আবর্জনা। এতে ড্রেনের পানি উপচে সড়কে প্রবাহিত হচ্ছে। অনেক সময় ড্রেনের ময়লা পরিষ্কার করার পর ওই ময়লা ড্রেনের পাশেই রাখা হয়। ফলে ড্রেন থেকে ওঠানো ময়লা আবার ড্রেনে গিয়ে জমা হয়। ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দারা বলছেন, ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া, খাঁ-পাড়াসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি, ০কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরল ও কঠিন বর্জ্য ৫০ নম্বর ওয়ার্ড এলাকার মানুষের জমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, উন্নয়ক কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন করে বেশ কিছু রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এসব টেন্ডারের কাজ হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।