হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান করে ৮৮ জনের নামোল্লেখসহ ২৩৮ বিএনপি নেতা-কর্মীকে অসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান। তিনি জানান, ২০ আগস্ট সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ শহরের মিছিল করে আওয়ামী লীগ। মিছিল থেকে বিএনপির ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়। একপর্যায়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিলে বিএনপি নেতা-কর্মীলা হামলা করেন। এ সময় সংঘর্ষ বাধে।
২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ায় শহরের শায়েস্তানগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় ২৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।