বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবেন ততক্ষণ আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার। জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়ায় গতকাল জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এদিকে ঢাকার মহাসমাবেশ সফল করতে নওগাঁ বিএনপি কার্যালয়ে গতকাল প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।