পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সংকট চলছে দীর্ঘদিন ধরে। ৫০ শয্যার এ হাসপাতালে বছরের পর বছর কোনো অস্ত্রোপচার, আল্ট্রাস্নোগ্রাম ও এক্সরে হয় না। এ স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এক্সরে কক্ষ সারা বছর তালাবদ্ধ থাকে। প্রাইভেট ক্লিনিকে অপারেশন, ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাস্নোগ্রাম, এক্সরে অহরহ করা হচ্ছে। এতে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। জানা যায়, ২০১৫ সালে ৩১ শয্যার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যায় উন্নীত করা হয়। মূল ভবনের পাশে আরও একটি দৃষ্টিনন্দন তিন তলা ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে অপারেশন থিয়েটার। কিন্তু সেটি আজ অবধি অপারেশনের জন্য চালু হয়নি। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে দেওয়া অপারেশনের জন্য যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। এখানে ১০ বছর ধরে জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ) নেই। ১৫ বছর ধরে পড়ে আছে এক্সরে মেশিনসহ বিভিন্ন মেশিনারিজ। আল্ট্রাস্নোগ্রাম সুবিধা পায় না সেবা গ্রহীতারা। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৫টি পদের বিপরীতে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য। স্থানীয়রা জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে অপারেশন করাতে হচ্ছে। এতে অনেক টাকা খরচ হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, তিনি একজন গাইনি সার্জন। কিন্তু এখানে অ্যানেসথেসিস্ট নেই। তাছাড়া ওটির সরঞ্জাম জীবাণুমুক্ত করার মেশিনও নেই। তাই এখানে সিজারিয়ানসহ বড় ধরনের কোনো অপারেশন করা যাচ্ছে না। তবে সিজারিয়ানসহ এক্সরে সেবা অতিশিগগিরই দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বন্ধ অপারেশন থিয়েটার ও এক্সরে
সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্স
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর