পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সংকট চলছে দীর্ঘদিন ধরে। ৫০ শয্যার এ হাসপাতালে বছরের পর বছর কোনো অস্ত্রোপচার, আল্ট্রাস্নোগ্রাম ও এক্সরে হয় না। এ স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এক্সরে কক্ষ সারা বছর তালাবদ্ধ থাকে। প্রাইভেট ক্লিনিকে অপারেশন, ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাস্নোগ্রাম, এক্সরে অহরহ করা হচ্ছে। এতে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। জানা যায়, ২০১৫ সালে ৩১ শয্যার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যায় উন্নীত করা হয়। মূল ভবনের পাশে আরও একটি দৃষ্টিনন্দন তিন তলা ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে অপারেশন থিয়েটার। কিন্তু সেটি আজ অবধি অপারেশনের জন্য চালু হয়নি। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে দেওয়া অপারেশনের জন্য যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। এখানে ১০ বছর ধরে জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেটিস্ট (অবেদনবিদ) নেই। ১৫ বছর ধরে পড়ে আছে এক্সরে মেশিনসহ বিভিন্ন মেশিনারিজ। আল্ট্রাস্নোগ্রাম সুবিধা পায় না সেবা গ্রহীতারা। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৫টি পদের বিপরীতে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য। স্থানীয়রা জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে অপারেশন করাতে হচ্ছে। এতে অনেক টাকা খরচ হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, তিনি একজন গাইনি সার্জন। কিন্তু এখানে অ্যানেসথেসিস্ট নেই। তাছাড়া ওটির সরঞ্জাম জীবাণুমুক্ত করার মেশিনও নেই। তাই এখানে সিজারিয়ানসহ বড় ধরনের কোনো অপারেশন করা যাচ্ছে না। তবে সিজারিয়ানসহ এক্সরে সেবা অতিশিগগিরই দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
বন্ধ অপারেশন থিয়েটার ও এক্সরে
সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্স
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর